Song | গান - ব্যথা | Baatha
অনেকদিন পর আসলি ফিরে
চইলা গেলি আবার দূরে ......
কি করে খুজবো তোকে রে ..
মনের মাঝে এত ব্যথা ........
দুঃখ-কষ্টের মেলামেশা.......
রাত্রি নামে শহরজুড়ে
বুকে আরো আসে ব্যথা
একা একা জ্বলছে বুকে
মনের মাঝে রাত্রি নামে
হৃদয়ের সব কষ্টগুলো
চোখের জলে ভাসে যেন